ঢাকাবুধবার , ৭ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

লেজ মিলেছে বিমানের, এবার মিলবে ব্লাকবক্স

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ৭, ২০১৫ ১১:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

java-seaআন্তর্জাতিক ডেস্ক : প্রতিকূল পরিবেশে উত্তাল জাভা সমুদ্রে, এয়ার এশিয়ার ফ্লাইট কিউজেড৮৫০১ এর লেজ পাওয়া গেছে, জানিয়েছে ইন্দোনেশীয় তল্লাশি অভিযান পরিচালনাকারী দল।
বিমানের লেজের অংশে ব্লাকবক্স ও উড্ডয়নকালীন যাবতীয় তথ্য সংরক্ষিত থাকে। উদ্ধার করা সম্ভব হলে, জানা যাবে দুর্ঘটনার নেপথ্যে প্রকৃত কারণ। ইন্দোনেশীয় উদ্ধার ও তল্লাশি অভিযানের প্রধান বামবাং সোয়েলিসতিয়ো বিমানের লেজ খুঁজে পাওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করেন, ‘আমাদের আজকের প্রধান লক্ষ্য ছিল যা, তা সম্পন্ন হয়েছে। অভিযানকর্মীরা মানুষবিহীন জলযানের পাঠানো তথ্য অনুযায়ী লেজ শনাক্ত করতে সফল হয়েছে। বিমানের যে সব যন্ত্রাংশ এখনও পর্যন্ত পাওয়া গেছে, তাদের মধ্যে এটিই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ।’
এয়ার এশিয়া কর্তৃপক্ষ এ সংবাদের জন্যে অপেক্ষা করে ছিল। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টনি ফার্নান্দেজ জানান, ‘আমিও মনে করি, খুঁজে পাওয়া শেষ যন্ত্রাংশটি লেজই হয়ে থাকবে। এবার ওটা যদি লেজের মূল অংশ হয়ে থাকে, তবে সেখান থেকে ব্লাকবক্স পাওয়া শুধুমাত্র সময়ের ব্যাপার। আর সব অংশই আমাদের খুঁজে পাওয়া একান্ত প্রয়োজন। আমাদের অতিথিদের আশ্বস্ত করার জন্যে, তাদের বেদনা প্রশমিত করার জন্যে এটা প্রয়োজন।’
জাভা সাগরে ভাসমান ৪০টি লাশ শনাক্ত করার পর ১৬২ আরোহীর আর কারও লাশ এখনও পাওয়া যায়নি।
২০১৪র ২৮ ডিসেম্বর এয়ার এশিয়ার যাত্রীবাহী বিমান কিউজেড৮৫০১ ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রাকালে জাভা সাগরে দুর্ঘটনা কবলিত হয়ে নিখোঁজ হয়।