আন্তর্জাতিক ডেস্ক : শীর্ষস্থানীয় তেল উত্তোলক প্রতিষ্ঠান শেল, নাইজারের নদীতে দুটি বড় ধরনের তেল নিঃসরণের ঘটনার প্রেক্ষিতে দেশটির বোদো সম্প্রদায়কে ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে।
ক্ষতিপূরণের অংকটি প্রায় ৪৫৭ কোটি ৭৫ লাখ টাকা।
তেল দুর্ঘটনাকে কেন্দ্র করে ১৫,৬০০ জেলে শেলের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামলে শেষে এ নিষ্পত্তি ঘটে। জেলেদের নিয়োজিত আইনজীবী বলেন, জেলেরা জনপ্রতি প্রায় ২ লাখ ৫৮ হাজার টাকা পাবেন। এতে অবশিষ্ট থাকে আরও প্রায় ২৬৫ কোটি টাকা, ঐ টাকা বোদো সম্প্রদায়ের কাছে হস্তান্তর করা হবে। নাইজারের আইনী সংস্থা লেই ডে জানায়, বোদো সম্প্রদায় ক্ষতিগ্রস্ত নদীর দুই ধারে বসবাসরত সবচেয়ে ক্ষতিগ্রস্ত গোষ্ঠি। আরও জানায়, তেল দুর্ঘটনায় নদী ছাড়াও নষ্ট হওয়া আবাদি জমির পরিমাণ সহস্রাধিক হেক্টর।
শেলের নির্বাহী পরিচালক মুতিউ সুনমুনো তেল দুর্ঘটনার জন্যে দুঃখপ্রকাশ করে বলেন, ‘ দুর্ঘটনার পর থেকেই আমরা এই দুঃখজনক ভয়াবহ বিপর্যয়ের দায় স্বীকার করে নিয়েছি। এর পেছনে অবশ্যই পরিচালনাগত ত্রুটি ছিল, ত্রুটি ছিল তেলবাহী পাইপলাইনেও।’
২০০৮ এবং ২০০৯ সালে নাইজারের নাইজার নদীর ভূপ্রাকৃতিক বৈচিত্র্যময় ডেলটা অঞ্চলে খনিজ ও তেল উৎপন্নকারী ডাচ প্রতিষ্ঠান শেল পরিচালিত তেল উত্তোলন প্রকল্পে যান্ত্রিক ত্রুটির কারণে মূল্যবান ম্যানগ্রোভ অঞ্চলের প্রায় পাঁচ থেকে আট হাজার হেক্টর এলাকায় তেল ছড়িয়ে পড়ে। এ ঘটনায় গুরুতর পরিবেশ বিপর্যয়ের মুখে পড়ে দেশটি এবং ডেলটা অঞ্চলের মাছ ও জমিচাষনির্ভর পেশাজীবীরা পড়েন চরম দুর্ভোগে।
শেলের পক্ষ থেকে বলা হয়, আরও আগেই এ ক্ষতিপূরণ প্রদান করা সম্ভব হতো, বোদো সম্প্রদায় যদি মধ্যখানে অন্তর্কোন্দলে জড়িয়ে না পড়তো।