ঢাকাবুধবার , ৭ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

ইয়েমেনে গাড়িবোমা হামলায় নিহত ৩৮

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ৭, ২০১৫ ১১:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

Yeamenআন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের রাজধানী সানায় বুধবার এক গাড়িবোমা হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরো শতাধিক। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।
স্থানীয় পুলিশ এবং এলাকাবাসীর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, বুধবার সানার এক পুলিশ একাডেমির বাইরে গাড়িবোমাটি বিস্ফোরিত হয়। ইয়েমেনের হাউথি যোদ্ধাদের লক্ষ্য করে ওই হামলাটি চালানো হয়। বিস্ফোরণের বিকট শব্দে গোটা শহর কেপে উঠে এবং ঘটনাস্থল থেকে এখনো কালো ধোঁয়া উড়ছে বলে জানা গেছে।
বুধবারের ওই হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত এবং আরো শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার কাজ এখনো চলছে।
টুইটার ও ফেসবুকে সানার এই ভয়াবহ বিস্ফোরণের অসংখ্য ছবি ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যায় রক্তমাখা আহত লোকজন রাস্তায় শুয়ে আছে। এছাড়া একটি বিধ্বস্ত গাড়ির ছবিও টুইটারে পোস্ট করা হয়েছে। তবে এসব ছবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।