বিনোদন ডেস্ক : সম্প্রতি বিএফডিসিতে তৈরি এক নাচের জলসা ঘরে হাজির হয়েছিলেন চার প্রবীণ অভিনেতা। এরা হলেন এটিএম শামসুজ্জামান, সৈয়দ হাসান ইমাম, আবুল হায়াত এবং আমিরুল হক চৌধুরী।
এ চার অভিনেতা এস এ হক অলিকের নতুন ছবি এক পৃথিবী প্রেম এর একটি আইটেম গানে অভিনয় করেছেন। এই ছবির মাধ্যমে এই প্রথম এক ফ্রেমে বন্দি হলেন এ চার গুণী অভিনেতা। ‘ওরে ওরে ওরে আমার পিপড়াঁ পিছে লেগেছে’ শিরোনামের গানে শরীর দুলালেন তারা। এস এ হক অলিকের লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন মিমি। আর আইটেম কন্যা হিসেবে গানের সঙ্গে নেচেছেন বিপাশা কবির।
এক পৃথিবী প্রেম ছবিতে অভিনয় করছেন আসিফ ও আইরিন জুটি।