ঢাকাবুধবার , ৭ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

বন্দরে সাড়ে ৩শ ভারতীয় ট্রাক আটকা

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ৭, ২০১৫ ১২:২৫ অপরাহ্ণ
Link Copied!

capaiচাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : হরতাল ও অবরোধের কারণে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদে প্রায় সাড়ে ৩শ ভারতীয় পণ্যভর্তি ভারতীয় ট্রাক আটকা পড়েছে।
এদিকে, পানামা পোর্ট লিংকের ইয়ার্ডে জায়গা না থাকায় ভারতের ওপারে মোহদীপুরে প্রায় ৪শ পণ্যভর্তি ট্রাক আটকা পড়েছে।
পানামা পোর্ট লিংকের ব্যবস্থাপক প্রবীর কুমার শীল জানান, হরতাল এবং অবরোধের কারণে সোনামসজিদ বন্দরে বাংলাদেশের ট্রাক না যাওয়ায় ভারতীয় পণ্যভর্তি ট্রাক আনলোড করা যাচ্ছে না। ফলে গত ২দিনে ফল, পেঁয়াজ, গম, ভুট্টা, ভুষি, সোয়াবিনসহ বিভিন্ন পণ্যভর্তি প্রায় সাড়ে ৩শ ট্রাক আনলোড করা যাচ্ছে না। এমনকি পানামা ইয়ার্ডে জায়গার সংকুলান না হওয়ায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে।
সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম-আহ্বায়ক সোহেল আহম্মেদ পলাশ জানান, হরতাল ও অবরোধের আগের ২ দিন থেকে সোনামসজিদ বন্দরে বাংলা ট্রাক প্রবেশ না করায় মূলত এ সমস্যার সৃষ্টি হয়েছে। তবে তাদের পক্ষে থেকে আমদানিকারকদের এ সময় কাঁচাপণ্য আমদানি না করার জন্য পরামর্শ দেয়া হচ্ছে।
তিনি আরো জানান, পানামার ইয়ার্ডের স্থান সংকুচিত হওয়ায় ভারতীয় পণ্যভর্তি ট্রাক আনলোড না হওয়ায় আমদানিকারকদের লোকসান গুণতে হবে।
সোনামসজিদ স্থলবন্দরের জনৈক রাজস্ব কর্মকর্তা জানান, অবরোধের আগে সরকারের গড়ে প্রতিদিন আড়াই কোটি টাকার আয় হলেও বর্তমানে ১ কোটি টাকায় নেমে এসেছে।