অর্থনৈতিক প্রতিবেদক : ২০ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধেও বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক সামান্য কমেছে।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট কমে চার হাজার ৯৬৩ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হয়েছে ২৯৭ কোটি ৮৩ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট, যা আগের দিনের চেয়ে ২২ কোটি টাকা কম।
বুধবার ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৮টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা যায়।
বুধবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ ১০টি কোম্পানি হলো- লাফার্জ সিমেন্ট, ডেসকো, মবিল যমুনা, বেক্সিমকো ফার্মা, সাইফ পাওয়ার, অগ্নি সিস্টেম, হামিদ ফেব্রিক্স, ওয়েস্টার্ন শিপইয়ার্ড, অলটেক্স ও স্কয়ার ফার্মা।
বুধবার সিএসইতে সাধারণ সূচক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে নয় হাজার ১৯২ পয়েন্টে। লেনদেন হয়েছে ৩৪ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট, যা আগের দিনের চেয়ে ১০ কোটি টাকা বেশি।
সিএসইতে লেনদেন হওয়া ২৪৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৮টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের দাম।