নিজস্ব প্রতিবেদক
সব হারিয়ে বেঁচে থাকা মিরপুরের কালশী বিহারিপল্লীর ইয়াছিন (৫০) এবার চলে গেলেন না ফেরার দেশে। ঘাতক বাস তার প্রাণও কেড়ে নিল। রাজধানীর মিরপুরে পূরবী সিনেমা হলের সামনে শনিবার বাসের ধাক্কায় প্রাণ হারান তিনি।
গত ১৪ জুন কালসীর বিহারি ক্যাম্পে সংঘর্ষ ও অগ্ণিকাণ্ডে একই পরিবারে ৯ জন মারা যান। ওই পরিবারের গৃহকর্তা ছিলেন ইয়াছিন। পরিবারের সবাইকে হারিয়ে পাথর হয়ে এতোদিন বেঁচে ছিলেন এই বৃদ্ধ। এবার মৃত্যু তাকেও হাতছানি জানাল।
বাসের ধাক্কায় গুরুতর আহত হবার পর স্থানীয়রা তাকে নিয়ে যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে দুপুর ১টা ২০ মিনিটে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে।
জুনের সেই অভিশপ্ত ঘটনায় প্রাণ হারান ইয়াছিনের ৯ স্বজন। তারা হলেন ইয়াছিনের স্ত্রী বেবী আক্তার, ছেলে লালু, ভুলু ও আশিক, ছেলের বউ জায়েদা, দুই মেয়ে শাহানা ও আফসানা, নাতনি আদিল।