ঢাকাবুধবার , ৭ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

তেলের দাম ব্যারেল প্রতি ৫০ ডলারের নিচে

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ৭, ২০১৫ ১২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

oil news limon_49395_0অর্থনৈতিক ডেস্ক : বিশ্বব্যাপী তেলের দাম কমছেই। বুধবার ব্রেন্ট অশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৫০ ডলারের নিচে নেমে গেছে। ২০০৯ সালের মে মাসের পর এই প্রথম তেলের দাম ব্যারেল প্রতি ৫০ ডলারের নিচে নেমে গেল।
আজ দিনের শুরুতে দাম প্রায় এক ডলারের মতো কমে গিয়ে ৪৯ দশমিক ৯২ ডলারে নেমে আসে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী কয়েকদিনে দাম আরো কমবে। এর কারণ হিসেবে তারা বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চিত অবস্থা এবং ওপেকের মতো তেল উৎপাদকদের সংগঠনগুলো উৎপাদন কমাতে রাজি না হবার কথা উল্লেখ করছেন। তারা বলছেন, এর ফলে বাজারে সরবরাহ বেড়ে গেছে। আজ তেলের দাম গত রবিবারের তুলনায় ১০ শতাংশ কম।
অনেকে বলছেন, গত জুন মাসেও যেখানে বিশ্ববাজারে তেলের দাম ছিল ব্যারেল প্রতি একশ’ দশ ডলার- তা শেষ পর্যন্ত কুড়ি ডলারে নেমে যেতে পারে। অবশ্য দিনের আরো পরের দিকে তেলের দাম কিছুটা বেড়ে ব্যারেল প্রতি ৫০ ডলারের সামান্য ওপরে উঠেছে বলে বিবিসি অনলাইন জানিয়েছে।