ঢাকাবুধবার , ৭ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

ঢাবির খ ইউনিটে ‘শূন্য আসন’ পূরণে দরখাস্ত আহ্বান

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ৭, ২০১৫ ১২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

duনিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণীর খ ইউনিটের ছয়টি বিভাগের (তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, ফারসি ভাষা ও সাহিত্য, উর্দু, সংস্কৃত এবং পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ) কিছু শূন্য আসন পূরণের জন্য দরখাস্ত আহ্বান করেছে কর্তপক্ষ।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ১ থেকে ৩৫০০ মেধাক্রমের প্রার্থীরা আবেদন করতে পারবেন। বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছেসংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৫ জানুয়ারির মধ্যে কলা অনুষদের ডিন বরাবর দরখাস্ত জমা দিতে হবে। ভর্তি নির্দেশিকা অনুযায়ী যেসব প্রার্থী ওই ছয়টি বিষয়ের জন্য যোগ্য, কেবল তারাই আবেদন করতে পারবেন। প্রার্থীদের সাক্ষাৎকার ১৮ জানুয়ারি সকাল নয়টায় কলা অনুষদের ডিন অফিসে অনুষ্ঠিত হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকারে ডাকার অর্থ ভর্তির নিশ্চয়তা নয়।যে মুহূর্তে বিভাগগুলোর নির্ধারিত আসন পূর্ণ হয়ে যাবে তৎক্ষণাৎ সাক্ষাৎকার নেয়া বন্ধ হবে।
সাক্ষাৎকারের সময় ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র ও ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত রঙিন ছবি সঙ্গে আনতে হবে। কোনো কারণে প্রয়োজনীয় কাগজ ও ছবি আনতে ব্যর্থ হলে প্রার্থীকে নির্ধারিত জরিমানা দেয়া সাপেক্ষে সাক্ষাৎকারে অংশ নিতে অনুমতি দেয়া হবে।