নিজস্ব প্রতিবেদক : প্রায় পাঁচ মাস পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাংবাদিক সমিতি খুলছে বুধবার। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে ভিসির সভাকক্ষে সাংবাদিক সমিতির উভয় পক্ষের সমঝোতার প্রেক্ষিতে আগামী সাত দিনের মধ্যে একে অপরের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করার সিদ্ধান্ত হয়। এ সময় মামলার বাদী মোবারক ১৬ সাংবাদিকের নামে করা মামলা ওঠানোর ব্যাপারে লিখিতভাবে সম্মতি জানান। পরবর্তীতে জসীমও তার করা মামলা তুলে নিতে চাইলে উভয় পক্ষে সমঝোতা হয়ে যায়।
এ ছাড়া আগামী ২৬ মার্চের মধ্যে সাংবাদিক সমিতির ২০১৫ কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. নূর মোহাম্মাদকে দায়িত্ব প্রদান করা হয়েছে। এ সময় সরকার সমর্থিত শিক্ষকদের সংগঠন নীল দলের সভাপতি অধ্যাপক মো. আশরাফ-উল-আলম, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।
গত বছরের ২৪ আগস্ট সাংবাদিক সমিতি সাংবাদিকদের দুই পক্ষের মারামারি ঘটনার পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ছয় মাসের জন্য সমিতির কার্যক্রম স্থগিত করে।