
ফাইল ফটো
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রীতে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার বেলা ১২টার দিকে রবরব পরিবহনের একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) জামসেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কে বা কারা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ ঘটনায় কাউকে আটক করাও সম্ভব হয়নি বলে জানান এসআই জামসেদ আলম।
উল্লেখ্য, গত সোমবার বিএনপি চেয়ারপারসনকে ভেতরে রেখে তার কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় পুলিশ। দুপুরের পর বেগম জিয়া সমাবেশে যোগ দিতে যেতে চাইলেও তাকে যেতে দেয়া হয় না। এসময় ভেতর থেকে গেট খোলার জোর চেষ্টা চালানো হলে পুলিশকে পিপার স্প্রে করতে দেখা যায়। পরে তালাবদ্ধ কার্যালয়ের ভেতর থেকেই বেগম জিয়া অনির্দিষ্টকালের অবরোধ ঘোষণা করেন।
আজ বৃহস্পতিবার অবরোধের তৃতীয় দিন।