ঢাকাবৃহস্পতিবার , ৮ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

খালেদার জন্য মহিলা দলের কাঁচাবাজার

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ৮, ২০১৫ ৯:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

Gulshan-BNP-officeনিজস্ব প্রতিবেদক : খাবার নিয়ে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করেছেন মহিলা দলের বেশ কয়েকজন নেত্রী। তবে এসময় তাদের সঙ্গে থাকা মাছ, মুরগীসহ কাঁচাবাজারগুলো ভেতরে নিয়ে যেতে দেয়নি পুলিশ।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মহিলা দলের মহিলাদলের সভানেত্রী নুরে আরা সাফার নেতৃত্বে তারা কার্যালয়ে প্রবেশ করেন।
তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর মহিলা দলের সভাপতি সুলতানা আহমেদ, বিলকিস জাহান শিরিন।
তারা কাঁচাবাজার নিয়ে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশ করতে চাইলে নিরাপত্তার দায়িত্বে থাকার পুলিশ বাধা দেয়। পরে পুলিশ তাদের সঙ্গে থাকা সবকিছু পরীক্ষ-নীরিক্ষ করে তৈরি খাবারগুলো ভেতরে নিয়ে যাওয়ার অনুমতি দেয়। তবে কাঁচাবাজারগুলো ফিরিয়ে দেয়া হয়।
কাঁচাবাজারের মধ্যে ছিল দেশী মুরগী পাঁচটি, বড় রুই মাছ দু’টি, ছোট মাছ, আপেল এক কার্টুন, দশ পেকেট মিষ্টি, পাঁচ মালশা দইসহ ছিল পাতাকপি, ফুলকপি, গাজর, পাকা কলা, পাকা পেঁপে, চানাচুর। সঙ্গে বেশকিছু ওষুধও ছিল।