সিলেট প্রতিনিধি : সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি জেনারেল মাওলানা সুহেল আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১টায় নগরীর রিকাবিবাজারস্থ একটি প্রাইভেট ক্লিনিক থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে নগরীর রিকাবিবাজার এলাকায় কোতোয়ালী থানার এসি একেএম সাজ্জাদুল আলমের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। তখন একটি প্রাইভেট ক্লিনিক থেকে মাওলানা সুহেলকে আটক করা হয়।
সুহেলের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিলেট কোতোয়ালী থানার ওসি আসাদুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।