ঢাকাবৃহস্পতিবার , ৮ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

সোনামসজিদ বন্দরে পণ্যবাহী ট্রাকবহরে হামলা, আগুন

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ৮, ২০১৫ ৯:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

ফাইল ফটো

ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : অবরোধের তৃতীয় দিনে জেলার সোনামসজিদ স্থলবন্দরে পণ্যবাহী ট্রাকবহরে ককটেল হামলা চালিয়ে ‍তিনটি ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা। এ সময় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টার ও বেলা ১১টার দিকে পৃথক স্থানে এ হামলার ঘটনা ঘটে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ইরতিজা আহসান জানান, সকাল ৮টার দিকে র‌্যাব, পুলিশ ও বিজিবির প্রহরায় সোনামসজিদ বন্দর থেকে পচনশীল পণ্য নিয়ে ৮১টি ট্রাক ছেড়ে আসে। পথিমধ্যে সকাল ৯টায় কানসাটে অবরোধকারীরা পেট্রোলবোমা ছুড়ে মারলে একটি ট্রাকের আংশিক পুড়ে যায়। পরে আবারো ট্রাকবহর ছেড়ে গেলে বেলা ১১টার দিকে শিবগঞ্জের রসুলপুরে ককটেল নিক্ষেপ করলে মো. সোহেল রানা নামে এক পুলিশ সদস্য আহত হন।
আহত পুলিশ সদস্যকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া, বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের শিবতলামোড় এলাকায় ট্রাকবহরে ককটেল, পেট্রোল বোমা ও ইটপাটকেল নিয়ে হামলা চালায় অবরোধকারীরা। পরে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ট্রাকটির সামনের অংশ পুড়ে যায়।
এদিকে, কয়েকটি ট্রাকের গ্লাস ভাঙচুরসহ এক ট্রাকচালক আহত হন। পুলিশ এ সময় ২টি ককটেলসহ আব্দুর রাকিব নামে এক শিবির কর্মীকে আটক করা হয় বলে জানান চাঁপাইনবাবগঞ্জ থানার ওসি জসিম উদ্দিন।
ওই ট্রাকবহরের এক চালক জানান, ভারতীয় কাঁচাপণ্য ভর্তি সোনামসজিদ থেকে ছেড়ে ট্রাকগুলো বিভিন্ন স্থানে কয়েক দফায় হামলার শিকার হয়।
শহরের বিভিন্ন স্থানে প্রায় অর্ধশত অটোরিকশা ভাঙচুর করে অবরোধকারীরা।
অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন হামলা ও ট্রাকে আগুন দেয়ার সত্যতা নিশ্চিত করে।