ঢাকাবৃহস্পতিবার , ৮ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

তুহিন মালিক ইসলামের দুশমন

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ৮, ২০১৫ ৯:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

allama-farid-tuhinনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও দেশের বৃহত্তম ঐতিহাসিক ঈদগাহ মাঠ শোলাকিয়ার ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন দ্বীনি দাওয়াতের আন্তর্জাতিক এই বিশ্ব ইজতেমাকে যে পিকনিক হিসেবে আখ্যায়িত করে সে ইসলামের দুশমন। ডক্টর তুহিন তুরাগ পাড়ের বিশ্ব ইজতেমাকে ‘পিকনিক’ বলে যে ধৃষ্টতা দেখিয়েছে তা ক্ষমার অযোগ্য।’
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর খিলগাঁওয়ে ইকরা মিলনায়তনে আলেমদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশের সম্মানকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়ার ঘৃণ্য চক্রান্ত হিসেবেই ডক্টর তুহিন এসব কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। তাকে অনতিবিলম্বে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’
আল্লামা ফরীদ উদ্দীন বলেন, ‘তুহিনের বক্তব্য কেবল তবলিগের এই ইজতেমার বিরুদ্ধে নয় বরং এটি গোটা বাংলাদেশের সম্মানই বিনষ্ট করার ঘৃণ্য ষড়যন্ত্র। তুহিনরা জামাতের কেনা দাস। দাসপ্রবৃত্তি থেকে খোলস বদলে বেরিয়ে আসতে পারছে না এরা।’
ধর্ম পরিপালনে কোনো বাধা না হওয়ার জন্য সরকার ও আন্দোলনকারীদের প্রতি সংযমের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিশ্ব ইজতেমা বাংলাদেশের সম্মান। এ সম্মান আমাদের সবারই রক্ষা করা উচিৎ।’
তিনি রাজনীতিকদের উদ্দেশ করে বলেন, ‘প্লিজ, বিশ্ব ইজতেমার মতো একটা সংহতির এই মহাসমাবেশের সৌন্দর্যকে মাটিতে মিশিয়ে দেবেন না।’
ডক্টর তুহিন মালিককে সমগ্র বিশ্বের মুসলমানদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দ্বীনি দাওয়াতের এই সুন্দর সমাবেশকে কেন কলুষিত করতে চান? ফিরে আসুন। মহান আল্লাহ কাউকে ফিরিয়ে দেন না। তওবা করুন। না হলে আল্লাহর গজবে নিপতিত হবেন।’
মতবিনিময় সভায় অংশ নেন মাওলানা আরীফ উদ্দীন মারুফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাওলানা হুসাইনুল বান্না, মাওলানা সদরুদ্দীন মাকনুন, মাওলানা আবদুর রহীম, মাওলানা দেলোয়ার হুসাইন সাইফী, মাওলানা আবদুল আলীম ফরিদী প্রমুখ।