ঢাকাবৃহস্পতিবার , ৮ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চম দিনেও অবরুদ্ধ খালেদা

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ৮, ২০১৫ ৯:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

khaledaনিজস্ব প্রতিবেদক : গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার পঞ্চম দিনের মতো অবরুদ্ধ রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার কার্যালয়ে পুলিশের কড়াকড়ি আগের মতোই রয়েছে।
বৃহস্পতিবার সকালেও কার্যালয়ের বাইরের গেটে তালা ঝুলতে দেখা গেছে। একই সঙ্গে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য রাখা হয়েছে পুলিশের জলকামান ও পিকআপ।
কার্যালয়ের সামনের সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য রাখা বালু ও ইট ভর্তি ট্রাকগুলো সরিয়ে নেয়া হলেও খালেদা জিয়ার বাইরে বের হওয়ার পথ আগের মতো অবরুদ্ধ করে রাখা হয়েছে।
কার্যালয় থেকে বের হয়ে ডান বা বাঁয়ে কোনো দিকেই যাওয়ার উপায় নেই। বের হয়ে বাঁ দিকে যাওয়ার রাস্তায় আড়াআড়িভাবে পুলিশের একটি জলকামান রাখা হয়েছে। আর ডান দিকে যাওয়ার পথে দুটি পুলিশ ভ্যান আড়াআড়িভাবে রাখা হয়েছে।
সকাল সোয় ১০টায় আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নেহাল হাসনাইন গুলশান কার‌্যালয় থেকে জানান, আজ সকাল থেকেই স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। এখন পর্যন্ত কোনো কেন্দ্রীয় ও মহানগর নেতাকর্মীকে দেখা যায়নি কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে। তবে আইন শৃংঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে অন্যান্য দিনের মতই। কার্যালয়ের প্রধান ফটকের বাম পাশে রাখা হয়েছে জলকামান ও ডানে পুলিশের দুটি গাড়ি।
৫ জানুয়ারির সমাবেশে যোগ দেয়া থেকে বারণ রাখতে খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। যদিও সরকার বলছে. তিনি (খালেদা জিয়া) অবরুদ্ধ নন, চাইলে পুলিশের নিরাপত্তা নিয়ে বাসায় ফিরে যেতে পারেন।