নিজস্ব প্রতিবেদক : দেশব্যাপী অবরোধে রেলের নাশকতা রোধে আগাম প্রস্তুতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন রেল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম। বিষয়টিকে নিজেদের ব্যর্থতা বলেও দাবি করেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
সভাপতি বলেন, ‘গত বছর রেলে অনেক নাশকতা হয়েছে। অনেক জানমালের ক্ষতি হয়েছে। এখন আবার দেশজুড়ে অবরোধ চলছে। অথচ এ অবস্থাতেও নাশকতা ঠেকাতে রেলের প্রয়োজনীয় প্রস্তুতি না থাকাটা নিজেদেরই ব্যর্থতা।’
তিনি আরো বলেন, ‘যেহেতু রেল সেবা দিয়েই যাচ্ছে, সেহেতু নাশকতারোধে ব্যবস্থা নেয়া উচিত। এজন্য প্রয়োজনে নির্ধারিত ট্রেনের আগে একটি ক্লিয়ারেন্স টিম থাকতে পারে। সেক্ষেত্রে দুর্বৃত্তরা যদি কোথাও রেলের ফিসপ্লেট তুলেও ফেলে তাহলে হাজার হাজার মানুষ বড় দুর্ঘটনা থেকে বেঁচে যাবে। পাশাপাশি সরকারও রক্ষা পাবে বিশাল অঙ্কের ক্ষতি থেকে।’
তবে এ বিষয়ে টেকনিক্যাল টিমের পরামর্শও নেয়া যেতে পারে মন্তব্য ফজলে করিমের।
সংসদীয় কমিটির পরবর্তী বৈঠক ২২ জানুয়ারি আহ্বান করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সে বৈঠকে রেলের নাশকতা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হবে।’