রাজশাহী প্রতিনিধি : অবরোধের প্রথম দিন রাজশাহীতে অস্ত্র কেড়ে নিয়ে পুলিশকে পেটানো ইসলামী ছাত্রশিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার গভীর রাতে নগরীর আসাম কলোনি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার সকালে র্যাব তাদের শাহমুখদুম থানা পুলিশের কাছে সোপর্দ করে।
গ্রেপ্তারকৃতরা হলো- আসাম কলোনির আব্দুস সামাদের ছেলে ইলিয়াস, ইসমাইল হোসেনের ছেলে শামসুদ্দিন ও খোরশেদ দেওয়ানের ছেলে নিজাম উদ্দিন। তারা তিনজনই ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছেন রাজশাহী র্যাবের এএসপি মির্জা গোলাম সারোয়ার।
তিনি বলেন, অবরোধের প্রথম দিন নগরীর সপুরা ওয়াসা ভবনের সামনে পুলিশের ওপর হামলার সঙ্গে গ্রেপ্তারকৃতরা সরাসরি জড়িত ছিল। ভিডিও ফুটেজ দেখে তাদের চিহ্নিত করা হয়েছে।
তাদের থানা পুলিশের কাছে সোপর্দ করে হামলার মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান এএসপি মির্জা গোলাম সারোয়ার।