নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডায় বাসের ধাক্কায় দুই রিকশা চালক ও এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে একজন কিশোর হকার।
শুক্রবার সকাল ৬টার দিকে বাড্ডার শাহজাদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে বিল্লাল (৩৩) ও তাহের (৬৫) নামে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এর মধ্যে তাহেরের বাড়ি নেত্রকোনার পূর্বধলা। বিল্লাল রাজধানীর শাহজাদপুর ঝিলপাড়ে থাকতেন। আর তাহের থাকতেন নুরের চালা বোটঘাটে।
বিল্লালের চাচা চান মিয়ার জানান, খবর পেয়ে তিনি গিয়ে দেখেন ঘটনাস্থলে এক রিকশাচালক মারা গেছেন। তুরাগের একটি বাস তাদের চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় বিল্লাল ও তাহেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিল্লাল। তাহের মিয়া (৬৫) মারা যান সাড়ে ৯টায় ।
তাহের রাজধানীর নিউমার্কেটের নিরাপত্তা প্রহরী। তার স্ত্রী জানান, তিনি ভোরে ডিউটি শেষ করে সাইকেলে চরে বাড্ডার নুরের চালা বোটঘাটে বাসায় ফিরছিলেন। তার সঙ্গে আরো ইয়াদুল ইসলাম (১৫) নামে একজন হকার আহত হয়েছে। তাকেও ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।