রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে পিকেটারদের ধরতে না পেরে সাংবাদিকদের ওপর চড়াও হলেন পুলিশ সদস্যরা। তাদের মারধরে আহত হয়েছেন যমুনা টেলিভিশনের সাংবাদিক সোহরাব হোসেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
শুক্রবার সকালে সাড়ে ১০টার দিকে রাজশাহী কলেজ চত্বরে এ ঘটনা ঘটে। এতে স্থানীয় পত্রিকার বেশ কয়েকজন সাংবাদিকও হামলার শিকার হন।
এদিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় পুলিশের অভিযুক্ত উপ পরিদর্শক (এসআই) এসএম জাহাঙ্গীর হোসেন ও কনস্টেবল বুলবুলকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সদস্য জাবীদ অপু জানান, অবরোধের সমর্থনে মিছিলের খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা রাজশাহী কলেজ এলাকায় যান। ছাত্রদল মিছিল বের করলে পুলিশ তাদের ধাওয়া করে। পুলিশের ধাওয়া খেয়ে ছাত্রদলকর্মীরা পালিয়ে যান। তবে পিকেটারদের ধরতে না পেরে পুলিশ সদস্যরা চড়াও হন সাংবাদিকদের ওপর। এ সময় পুলিশ সদস্যরা লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন সাংবাদিকদের।
এ ঘটনার পর দুপুরে সাংবাদিকরা পুলিশ কমিশনার মো. শামসুদ্দিনের কাছে লিখিত অভিযোগ দেন। এরপর পুলিশ কমিশনার ঘটনায় জড়িত দুই পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করার নির্দেশ দেন।
মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন খন্দকার সাংবাদিকদের মারধরের ঘটনাটি দুঃখজনক উল্লেখ করে এ জন্য তিনি সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন।