ঢাকাশুক্রবার , ৯ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ পাহারায় চলছে মালবাহী ট্রাক

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ৯, ২০১৫ ১২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

Trakবগুড়া প্রতিনিধি : ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধে পুলিশ পাহারায় কিছু মালবাহী ট্রাক চলাচল শুরু করেছে।
বৃহস্পতিবার রাতে বগুড়ায় একটি মালবাহী ট্রাকে আগুন দেয়ার পরও রাতে এবং শুক্রবার সকালে বেশকিছু মালবাহী ট্রাক পুলিশ পাহারায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।
এদিকে অবরোধের সমর্থনে শুক্রবার সকালে ২০ দলীয় জোট বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশ থেকে ফেরার পথে শিবিরকর্মী সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ। আটকের পর তাদের শাজাহানপুর থানায় নিয়ে যাওয়া হয়। শুক্রবার সকাল ৯টায় বগুড়া-নাটোর সড়কে শহরতলীর শাকপালা এলাকায় এ সমাবেশ করে নেতাকর্মীরা। সমাবেশে জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাও. আলমগীর হোসাইন, ইসলামী ঐক্যজোটের ইঞ্জি. সামছুর হক বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা বলেন, ‘অবৈধ সরকারের পতনের দাবিতে ডাকা  অনির্দিষ্ট কালের অবরোধে জনগণের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।’ সরকারের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তারা।
এদিকে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় বগুড়া সার্কিট হাউজে প্রশাসনের পক্ষ থেকে জরুরি বৈঠক হয়েছে। এতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, র‌্যাব ও বিজিবি কর্মকর্তা ছাড়াও পরিবহন মালিক ও শ্রমিক নেতারা উপস্থিতি ছিলেন। বৈঠক সূত্র জানায়, সব ধরনের গণপরিবহন চলাচল শুরু করার ব্যাপারে আলোচনা চলছে।