ঢাকাশুক্রবার , ৯ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

মরিনহোর চেয়ে ভালো কোচ আনচেলাত্তি!

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ৯, ২০১৫ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

Trakস্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের স্প্যানিশ গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের মতে, ‘স্পেশাল ওয়ান’ খ্যাত ম্যানেজার হোসে মরিনহোর চেয়ে লস ব্লাঙ্কোসদের বর্তমান ট্রেইনার কার্লো আনচেলাত্তি বেশি ভালো কোচ।
২০১০-১৩ পর্যন্ত পর্তুগিজএকাচ হোসে মরিনহোর জামানায় সান্টিয়াগো বার্নাব্যুতে ব্রাত্য হয়ে পড়েছিলেন ক্যাসিয়াস। আনচেলাত্তি রিয়ালের নতুন ম্যানেজার হিসেবে আর্বিভূত হলে নিজের হারানো আসন পুনরুদ্ধার করেন স্পেন ইন্টারন্যাশনাল। তবে নিজের সাবেক কোচের প্রতি কোন ক্ষোভ বা গরল নেই লা রোজাদের ইতিহাসের কিংবদন্তি শট স্টপারের। ভবিষ্যতে এক সঙ্গে কাজ করার মওকা পেলে খুশি মনেই কোচের অনুগামী হবেন বলেও জানান ক্যাসিয়াস।
শুক্রবার কাদেনা কোপকে দেয়া এক সাক্ষাৎকারে ক্যাসিয়াস বলেন, ‘মরিনহোর চেয়ে ভালো কোচ আনচেলাত্তি। হ্যাঁ, মরিনহোর সাথে আমার ভালোবাসা এবং কিঞ্চিৎ প্রতিদ্বন্দ্বীতার সম্পর্ক ছিল। কিন্তু আনচেলাত্তির সাথে ঠিক তেমনটি নয়। ’ সাথে এও সংযুক্ত করেন, ‘মরিনহো যখন রিয়ালের কোচ ছিলেন তখন একই ড্রেসিং রুমে থাকলেও ওনাকে খুব বেশি কিছু বলতাম না আমি। বরং আমার চাওয়া ছিল সবকিছু ঠিকঠাকভাবে চলুক। কিছুটা সংরক্ষণবাদী ছিলাম আমি।’