সিরাজগঞ্জ প্রতিনিধি : বিএনপি-আওয়ামী লীগ ও পুলিশের ঘণ্টাব্যাপী ত্রিমুখী সংঘর্ষে জেলা বিএনপি ও ছাত্রদল নেতা গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
শনিবার সকাল ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের ইবি রোডের জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে অবরোধের সমর্থনে একটি মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। মিছিল থেকে পরপর অন্তত ১০টি ককটেল বিস্ফোরণ ঘটানো হলে পুলিশ বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় আওয়ামী লীগের একটি মিছিল সেখানে পৌঁছলে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা জেলা বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শতাধিক রাউন্ড রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্যানেট নিক্ষেপ করে। এতে জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক সাইদুর রহমান বাচ্চু ও জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক মুরাদ গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়। পরে সোয়া ১২টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে পুলিশ।
সিরাজগঞ্জ সদর থার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।