পটুয়াখালী প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ রব মিয়াসহ বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে পটুয়াখালী জেলায় রোববার সকাল-সন্ধা হরতাল আহ্বান করেছে জেলা বিএনপি।
শনিবার সকালে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাধারণ মানুষসহ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতাকর্মীদের এ হরতাল পালনের আহ্বান জানানো হয়।
উল্লেখ্য,পটুয়াখালী শহরের সবুজবাগে বুধবার বিকেলে দুটি অটোরিকশা ভাঙচুরের ঘটনায় গত বৃহস্পতিবার সদর থানা পুলিশ বাদী হয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৮৪ নেতাকর্মী এবং অজ্ঞাত ৬০ থেকে ৭০ জনকে আসামি করে পুলিশ একটি মামলা দায়ের করে। এর প্রতিবাদেই মূলত জেলা বিএনপি হরতালের ঘোষণা দেয়।