নিজস্ব প্রতিবেদক : বিএনপির ডাকা অবরোধের পঞ্চম দিনে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কার্যালয়ের সীমানা প্রাচীরের ভেতর ককটেল ফাটিয়েছে দুর্বৃত্তরা। তবে এ হামলায় কেউ হতাহত হয়নি।
শনিবার দুপুরে রামপুরা থানার ওসি মাহবুব রহমান তরফদার বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘বেলা পৌনে ১টার দিকে দুর্বৃত্তরা বিটিভি কার্যালয়কে লক্ষ্য করে ককটেল ছুঁড়ে পালিয়ে যায়। বিটিভি ভবনের সীমানা প্রাচীরের ভেতরে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। তার পাশেই অন্য একটি ককটেল বিস্ফোরিত হয়।’
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। কাউকে আটকও করা যায়নি বলে জানান ওসি মাহবুব।