ঢাকাশনিবার , ১০ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

শার্লি এবদো হামলা
দায় স্বীকার ইয়েমেনি আল কায়েদার

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ১০, ২০১৫ ১১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

ahdoyclsআন্তর্জাতিক ডেস্ক : প্যারিসের চার্লি হেবদো ম্যাগাজিনের কার্যালয়ে রক্তক্ষয়ী হামলার দায়িত্ব স্বীকার করেছে আল কায়েদার ইয়েমেনি শাখার জঙ্গিরা। ফরাসিদের স্বাধীনতা প্রকাশের সীমা সম্পর্কে ধারণা দিতেই এ হামলা চালানো হয়েছে বলে তারা দাবি করেছে।
আল কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলার (একিউএপি) উর্ধ্বতন সদস্য আবু হারেথ আল নেজারি শুক্রবার রাতে প্রকাশিত এক অডিও বার্তায় এ হামলার দায়িত্ব স্বীকার করেছেন।
ওই বার্তায় তিনি বলেছেন, ‘কতিপয় ফরাসি মহানবীর মর্যাদা সম্পর্কে যথেষ্ট শ্রদ্ধাশীল নয়। এ কারণেই আল্লাহ এবং তার রসুলদের প্রতি বিশ্বাস স্থাপনকারীদের কয়েকজন তাদেরকে (ফরাসিদের) বিনয় সম্পর্কে একটা শিক্ষা দিতে চেয়েছিল, যাতে করে তারা নিজেদের মত প্রকাশের সীমা এবং পরিধি সম্পর্কে ধারণা পেতে পারে। পাশাপাশি নবীদের কীভাবে শ্রদ্ধা করতে হয় সেই বিষয়েও তাদের শিক্ষার প্রয়োজন ছিল।’
তিনি ফরাসিদের সতর্ক করে দিয়ে আরো বলেন, যতদিন পর্যন্ত তারা ইসলামের বিরুদ্ধে ‘লড়াই’ বন্ধ না করবে ততদিন পর্যন্ত ফ্রান্সে নিরাপত্তা আসবে না।
গত বুধবার ব্যাঙ্গাত্মক সাপ্তাহিকী চার্লি হেবদোর প্যারিস কার্যালয়ে হামলা চালিয়ে সাংবাদিক ও পুলিশসহ মোট ১২ জনকে হত্যা করে দুর্বৃত্তরা। পরে পুলিশ এ ঘটনায় জড়িত সাইদ কোয়াশি, শেরিফ কোয়াশি এবং হামিদ মুরাদ নামে তিনজনকে চিহ্নিত করে। ইতিমধ্যে দুই সহোদর সাইদ এবং শেরিফকে হত্যা করেছে পুলিশ। হামলার পরদিনই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন ১৮ বছরের হামিদ মুরাদ।
হামলার মূল পরিকল্পনাকারী সাইদ কোয়াচি ইয়েমেনের আল কায়েদা গোষ্ঠীর হাতে প্রশিক্ষণ নিয়েছিলেন বলে জানা গেছে। ইয়েমেনের গোয়েন্দা কর্মকর্তারা আল জাজিরাকে এ বিষয়ে নিশ্চিত করেছেন। তারা বলছেন, সাইদ ২০১১ সালে ইয়েমেনে ছিলেন এবং আল কায়েদার হয়ে লড়াই করেছিলেন। পরে তিনি ইয়েমেন ছেড়ে চলে আসেন।
একিউএপি গোষ্ঠীটি আল কায়েদার সবচেয়ে তৎপর এবং বিপজ্জনক শাখা হিসেবে বিবেচিত হয়ে থাকে।