নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা সাদেক (২৪) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। তবে এ ককটেল হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
শনিবার বিকেলে পল্টন থানার এসআই শওকত এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দুপুর আড়াইটার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় সাদিক নামের এক যুবককে ধরে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
তবে আওয়ামী লীগ কার্যালয়ে ঘটনার সত্যতা নিশ্চিত হতে যোগাযোগ করা হলে ঢাকা মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জামাল বাংলামেইলকে বলেন, ‘ককটেল হামলার কোনো ঘটনা আমার জানা নেই।’