ঢাকাশনিবার , ১০ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

ম্যাজিস্ট্রেটদের ওপর হামলায় আটক ৪৭

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ১০, ২০১৫ ১১:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

feni-pic-ndcফেনী প্রতিনিধি : ফেনীতে নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আবদুল কাদের মিঞা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুর রহমানের ওপর বোমা হামলার ঘটনায় পুলিশ ৪৭ জনকে আটক করেছে।
শুক্রবার রাত ও শনিবার সকালে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
এর আগে শুক্রবার রাতে ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার (এসএসকে) সড়কে দুর্বৃত্তদের বোমার আঘাতে আবদুল কাদের মিঞা ও রাশেদুর রহমান আহত হন।
এঘটনার পরই পুলিশ অভিযানে নামে। শুক্রবার রাত ও শনিবার সকাল পর্যন্ত অভিযানে বিভিন্ন স্থান থেকে ৪৭ জনকে আটক করে। এছাড়া শুক্রবার মধ্যরাতে ফেনী পৌর বিএনপির সভাপতি আলাল উদ্দিন আলাল ও যুবদল নেতা রাসেল পাটোয়ারীর বাড়ি তল্লাশি করে পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছে, আটককৃতদের যাছাই-বাছাই শেষে নির্দোষ ব্যক্তিদের ছেড়ে দেয়া হবে। এঘটনায় শনিবার বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
ফেনী মডেল থানার উপ-পরিদর্শক ও সেকেন্ড অফিসার জিয়াউল ইসলাম জানান, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করা হয়। আর রাতে ম্যাজিস্টেটদের ওপর বোমা হামলার ঘটনায় প্রক্রিয়াধীন রয়েছে মামলা করার বিষয়টি।