ঢাকাশনিবার , ১০ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

ধানসহ ফসলের ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ১০, ২০১৫ ১১:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

fixed_price_dabiনিজস্ব প্রতিবেদক : ধানসহ ফসলের ন্যায্যমূল্যের দাবিতে ‘বাংলাদেশ কৃষক ফেডারেশন’, ‘বাংলাদেশ ভূমিহীন সমিতি’  ও ‘বাংলাদেশ কৃষানি’ যৌথভাবে মাববন্ধনের আয়োজন করে।
এসময় তারা বাংলাদেশকে অর্থনীতিতে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে ধানসহ কৃষিপণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তির জন্য ৮ দফা দাবি তুলে ধরেন।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এসব দাবি করেন।
বক্তারা বলেন, ‘বাংলাদেশের বাজার ত্রুটিপূর্ণ থাকায় এক শ্রেণীর ফড়িয়া, আড়তদার, মধ্যস্বত্বভোগীদের  কাছে কৃষকরা জিম্মি। তাদের কারণে কৃষক আজ ন্যায্যমূল্য পাচ্ছে না। তারাই কৃষকদের বিভিন্নভাবে ঠকায় ও প্রতারিত করে থাকে।’
তারা আরো বলেন, ‘সরকার প্রতি বছরই ধান ওঠার পর দাম নির্ধারণ ও সংগ্রহের কার্যক্রম পরিচালনা করেন। কিন্তু প্রকৃত কৃষক এ কার্যক্রম থেকে বঞ্চিত হয়। আজ দেশে ধান উৎপাদনে আমারা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি।’
এসময় বক্তারা কৃষকদের কাছ থেকে চাল না নিয়ে ধান কেনার পরামর্শ দিয়ে সরকারকে কাছে সরকারিভাবে ধান ক্রয়ে ওজনের কারচুপি বন্ধ করা, কৃষি উপকরণের মূল্য কমানো, কৃষিখাতে ভর্তুকি বৃদ্ধি, ভর্তুকি প্রদানের খাত ও প্রক্রিয়াগত নির্দেশনা প্রণয়ন এবং তা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।