ঢাকাশনিবার , ১০ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

অবরোধে নাশকতা চালিয়ে রক্ত ঝরাচ্ছে সরকার

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ১০, ২০১৫ ১১:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

Rizviনিজস্ব প্রতিবেদক : বিএনপির ডাকা অবরোধে সরকার নাশকতা করে রক্ত ঝরাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। এ জন্য নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার গুলশানের একটি বাসায় এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘বিরোধী দলের শান্তিপূর্ণ অবরোধে রক্ত ঝরাচ্ছে সরকার। সরকার বিভিন্ন স্থানে নিজেরা নাশকতা সৃষ্টি করে বিরোধীদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। আর এ ব্যাপারে সবাইকে সর্তক থাকতে হবে। প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
তিনি বলেন, ‘খালেদা জিয়াকে কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে। তার সামনে বিষাক্ত পিপার স্প্রে ছোঁড়া হয়েছে। গেটে তালা ঝুলিয়ে আবার খোলা হচ্ছে। প্রতিদিন সরকার এভাবে নাটক করছে। এ থেকে বোঝা যায়, তাদের কোনো কাজই সঠিক নয়।’
৫ জানুয়ারির কর্মসূচি পালনে ব্যর্থ হওয়ার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সারাদেশে লাগাতার অবরোধের ডাক দেন।
অবরোধের মধ্যে গত কয়েকদিনে বিভিন্ন স্থানে পুলিশ ও সরকার সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি-জামায়াত কর্মীরা। রাজধানীতে গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং রেললাইন উপড়ানোর ঘটনাও ঘটছে।
সর্বশেষ শনিবার সকালে ফার্মগেট এলাকায় ৮ নম্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ছুঁড়ে দুর্বৃত্তরা। এতে একজন দগ্ধ হয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন।
শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচির মাধ্যমে এই অবৈধ সরকারের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘অবশ্যই সরকারকে এই মুহূর্তে পদত্যাগ করে স্বচ্ছ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।’
খালেদা জিয়ার সঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি অমিত শাহর ফোনালাপ নিয়েও সরকার বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেন রিজভী।
চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান বৃহস্পতিবার জানিয়েছিলেন, বিজেপি সভাপতি অমিত শাহ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফোন করে তার খোঁজখবর নিয়েছেন।’
রিজভী বলেন, ‘বিষয়টি নিয়ে সরকার নানা বিভ্রান্তি ছড়াচ্ছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বিজেপি প্রধান বেগম জিয়াকে টেলিফোন করেছিলেন। এটাই সত্যি।’
তিনি বলেন, ‘এই সরকার মিথ্যার ওপর ভিত্তি করে নিষ্ঠুর-নির্মম দমন নিপীড়নের মাধ্যমে দেশ চালাচ্ছে। কাজেই সরকারের মন্ত্রী-নেতারা যা বলবে, তার বিপরীতটাই সত্য।’