আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে ইমরান খানের নেতৃত্বাধীন তেহরিক ই ইনসাফের (পিটিআই) সরকারবিরোধী আন্দোলন ও অবস্থান ধর্মঘটের নিরাপত্তা দিতে সরকারের ব্যয় হয়েছে প্রায় ১০০ কোটি রুপি। পার্লামেন্ট অধিবেশনে প্রশ্নোত্তর চলাকালে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান এ তথ্য জানান।
চৌধুরী নিসার আলী খান বলেন, পাকিস্তান আওয়ামি তেহরিক (পিএটি) ও পিটিআইয়ের আন্দোলন দেশে কোনও পরিবর্তন আনতে পারেনি ঠিকই। তবে তাদের সরকারবিরোধী আন্দোলন ও অবস্থান ধর্মঘটের নিরাপত্তা দিতে সরকারের ব্যয় হয়েছে প্রায় ১০০ কোটি রুপি।
দীর্ঘদিন ধরে ইমরান খানের আন্দোলন চললেও এই প্রথম পাকিস্তান সরকার ওই ধর্মঘট ও অবস্থান কর্মসূচির নিরাপত্তার জন্য ব্যয়ের সঠিক হিসাব প্রকাশ করল।
গত আগস্টে ইমরান খান ও ড. তাহিরুল কাদরির নেতৃত্বাধীন দল দুটি অবস্থান ধর্মঘট শুরু করলে নওয়াজ শরীফের নেতৃত্বাধীন মুসলিম লীগ সরকার বলেছিল, এ কর্মসূচির কারণে জাতীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে, কোনো কোনো মন্ত্রী এ আন্দোলনে ক্ষতির পরিমাণ ২ হাজার কোটি রুপি বলেও উল্লেখ করেছেন। এর মধ্যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফর বাতিলের বিষয়টিকে তারা প্রধান ক্ষতি বলে গণ্য করছেন। ওই সফরে চীনের সঙ্গে পাকিস্তানের বিভিন্ন প্রকল্প নিয়ে চুক্তি সইয়ের কথা ছিল, যাতে বেইজিং অন্তত ৩ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে বলে ঘোষণা দিয়েছিল