আন্তর্জাতিক ডেস্ক : উপ-সাহারার আফ্রিকায়, চোরপথে ইউরোপে পাড়ি জমানো ‘নিরাপদ বিশ্বস্ত পথ’ হিসেবে মৌরিতানিয়াকে ব্যবহার করছে পশ্চিম আফ্রিকার মানবপাচারকারী চক্র, এটা অনেকদিনের কথা। সম্প্রতি এ দেশের আভ্যন্তরীণ পথ ব্যবহার করে, ইউরোপের স্পেনীয় মালিকানাধীন ক্যানারি দ্বীপে যেতে চাওয়া আফ্রিকাবাসীর সংখ্যা বেড়ে গেছে। মানবপাচার বিষয়টির অবাধগামিতা, এর অন্যতম কারণ হিসেবে তাজ করছে।
কয়েক হাজার ডলার জোগাড় করে পাচারকারীদের হাতে তুলে দিলেই তারা ক্যানারি দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করছে, মৌরিতানিয়াকে ব্যবহার করে যে দূরত্ব মাত্র ৮০০ কিলোমিটার দাঁড়ায়। তবে মধ্যপথে সাগর খুবই উত্তাল, নিয়মিতভাবে এখানে প্রাণ হারাচ্ছে অভিবাসনাকাঙ্ক্ষী শত শত মানুষ। কিংবা পুলিশী অভিযানে, পাচারকারীদের পাল্টা গুলিবিনিময়ের সময়েও প্রাণ হারাচ্ছে মানুষ।
অবৈধ অভিবাসনসহ মানবপাচারের বিষয়টি দেশটির সরকারকে দারুণ ভাবিয়ে তুললেও, এখনও পর্যন্ত সমাধানহীন এ সংকট।