তথ্যপ্রযুক্তি ডেস্ক : মাত্র ১২ হাজার টাকায় নতুন ওয়ালপ্যাড জি বাজারে আনতে যাচ্ছে ওয়ালটন। রোববার থেকে ওয়ালপ্যাডটি বাজারে পাওয়া যাবে বলে ওয়ালটনের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্যাডটি কেনার ১৫ দিনের মধ্যে কোনো ধরনের সমস্যা তৈরি হলে বদলে নতুন ওয়ালপ্যাডের অফার দেয়া হয়েছে। আর দাম রাখা হয়েছে মাত্র ১১, ৯৯০ টাকা।
প্যাডটির অপারেশন সিস্টেম অ্যান্ড্রয়েড ৪.৪.২। প্রসেসর কোয়াড কোর ১.৩ গিগাহার্টজ। এক জিবি র্যাম। স্টোরেজ স্পেস ৮ জিবি। ৩২ জিবি পর্যন্ত এসডি কার্ড সাপোর্ট করবে। সিঙ্গেল সিম। ডিসপ্লে ৮ ইঞ্চি। রিয়ার ক্যামেরা ৩.২ মেগাপিক্সেল। ফ্রন্ট ক্যামেরা ১.৩ মেগাপিক্সেল।