বাকৃবি (ময়মনসিংহ) প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আনন্দ মিছিল করেছে শাখা ছাত্রলীগ।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় থেকে মিছিলটি শুর হয়।
বাকৃবি ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খান এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে মিছিলটি শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় ৭১ এর সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি বিজয় বর্মণ, ওয়াহাব রিন্টু, ফারুখ হোসেন, ওবায়দুল ইসলাম অপু, শাহিন আহমেদ, রিয়াদ, বাপ্পী প্রমুখ।
সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার মহান প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। মিছিলে বিভিন্ন হল শাখার প্রায় চার শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।