স্পোর্টস ডেস্ক : একজন গেলেন খেলতে, আরেকজন গেলেন চিকিৎসা নিতে। ঘটনাচক্রে দু’জনই এখন একই শহরে। দু’বন্ধুর দেখা হওয়াতো স্বাভাবিকই। হ্যাঁ দেখা হয়েছেও। হাসপাতালে গিয়ে বন্ধু তামিমকে দেখে এসেছিলেন সাকিব আল হাসান। এবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিগ ব্যাশ লিগে সাকিবের খেলা দেখতে গেলেন তামিম।
সাকিবের খেলা দেখতে গিয়ে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজিতে) স্মৃতিময় একটি মুহূর্ত ফ্রেমবন্ধী করেও রাখলেন বাংলাদেশ দলের ওপেনার। সেই ছবি আবার পোস্ট করলেন নিজের ফেসবুক পেজে। এই মাঠেই যে ২৬ ফেব্রুয়ারি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে উপমহাদেশের পরাশক্তি শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ!
রথ দেখা, কলা বেচা’র মতই বিশ্বকাপের ভেন্যু পরখ করে আসলেন বাংলাদেশ দলের ওপেনার। সাকিব তো নিজেই খেলছিলেন মাঠে। আর গ্যালারিতে উপস্থিত থাকলেন তামিম। সুতরাং, মেলবোর্নে লংকানদের বিপক্ষে মাঠে নামার আগে দুইজন দুইভাবে এমসিজির কন্ডিশনের সঙ্গে পরিচিতি পর্বটা সেরে নিলেন।
শনিবার বিগ ব্যাশ লিগে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে কিন্তু মুখোমুখি হয়েছে দুই নগর প্রতিদ্বন্দ্বী। মেলবোর্ন রেনিগেডস আর মেলবোর্ন স্টারস। বাংলাদেশের বিশ্বসেরা অলরারউন্ডার সাকিব আল হাসান খেলছেন মেলবোর্ন রেনিগেডসের জার্সি গায়ে।
মাঠে যখন খেলছিলেন সাকিব, তখন গ্যালারিতে দর্শক হিসেবে উপস্থিত দেশের সেরা ওপেনার তামিম। সাকিবের খেলা দেখতেই যে এমসিজিতে উপস্থিত হয়েছেন সেটা নিজেই ফেসবুকে জানালেন তামিম।
নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ব্যাট হাতে তেমন সুবিধা করতে পারেননি টি-টোয়েন্টির সেরা অলরাউন্ডার। পাঁচ বল মোকাবেলায় মাত্র ১ রান করেছেন টাইগার ক্রিকেটার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বল হাতে অবশ্য সফল সাকিব। ৩ ওভার বল করে ২০ রান দিয়ে একটি উইকেট শিকার করেছেন তিনি।
সাকিবের খেলা দেখা নিয়ে তামিম নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘সাকিব আল হাসানের খেলা দেখতে বিশ্বকাপের ভেন্যুতে এসেছি।’ এ সময় বাংলাদেশ ওপেনারের সাথে তার স্ত্রীও মাঠে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, হাঁটুর চিকিৎসার জন্য বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন তামিম। অস্ট্রেলিয়ার প্রখ্যাত শল্যবিদ ড. ডেভিড ইয়াংয়ের তত্ত্বাবধায়নে হাঁটুতে অস্ত্রোপচারের পর এখন পূনর্বাসন চলছে তার।