স্পোর্টস ডেস্ক : ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট গোল ডটকমের পাঠকদের বিচারে ২০১৪ সালের স্যালুন ডি’অর পুরস্কার বিজয়ী ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবলারদের হেয়ার স্টাইল বিবেচনায় এবারই প্রথম এই পুরস্কারটির প্রবর্তন করা হয়। যেখানে সর্বোচ্চ ৩২.৭ শতাংশ ভোট পান রিয়াল মাদ্রিদের পর্তুগিজ সেনসেশন।
লম্বা চুলের সাথে ঘন দাঁড়িওয়াল জুভেন্টাসের ইতালিয়ান মিডফিল্ডার আন্দ্রে পিরলো স্যালুন ডি’অর পুরস্কার জয়ে দ্বিতীয় সেরা নির্বাচিত হয়েছেন। ৯.৪ শতাংশ ভোট পেয়েছেন আজ্জুরি তারকা। তালিকার তিন নম্বরে বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ৭.৯ শতাংশ ভোট পেয়েছেন সেলেসাও ফুটবলের পোস্টার বয়। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হেয়ারস্টাইলবিদ ডেনিয়েল জনসন এই তালিকা তৈরি করেন। মারিও বালোতেল্লিসহ অনেক খ্যাতিমান ফুটবলার যার নিকট চুল ছাঁটেন।
সিআরসেভেনকে বিজয়ী ঘোষণার পর ডেনিয়েলের ভাষ্য, ‘রোনালদোই এই পুরস্কারের সবচেয়ে যোগ্য ব্যক্তি। কারণ জামা-কাপড়ের মতো নিত্য নতুন চুলের ফ্যাশন নিয়ে সবার সামনে হাজির হন তিনি।’ ডেনিয়েল এই তথ্যও নিশ্চিত করেন যে, গ্যারেথ বেল রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর প্রায় ১৬ লাখ ইংলিশ তরুণ নাপিতদের কাছে ওয়েলশ তারকার হেয়ারস্টাইল চেয়েছেন।