বিনোদন ডেস্ক : চ্যানেল আইতে প্রতি রবি বার বিকেল ৫টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে তথ্যচিত্র ‘রোড টু এভারেস্ট’। এটি নির্মাণ করেছেন কায়সার কাদের সেলিম ও অভিনেতা আল মনসুর। ৫২ পর্বের এই তথ্যচিত্রটি সম্পর্কে নির্মাতা সেলিম জানান. কোন পথ ধরে কেমন করে এভারেস্ট বিজয় সম্ভব হয় তার একটি তথ্যচিত্র নির্মাণের উদ্দেশ্যে পারফেক্ট টেলিমিডিয়ার পক্ষ থেকে একটি শ্যুটিং ইউনিট অভিযান শুরু করেছিল।
কোন কোন পথ ধরে, কোন কোন জনপদ পেরিয়ে কেমন করে এভারেস্ট জয় করতে হয়, যাত্রা-পথে কী কী করতে হয়, হিমালয়ের কোন কোন সৌন্দর্য উপভোগ করা যায় এবং কী কী কঠিন পর্যায় পেরোতে হয়, তার ধারাবাহিক চিত্রায়ণ করা হয়েছে এই তথ্যচিত্রে।
নির্মাতারা মনে করেন, অ্যাডভেঞ্চার ধারাবাহিকটি টেলিভিশন দর্শকদের যেমন একদিকে এভারেস্ট অভিযানের বিভিন্ন দিক সম্পর্কে পরিষ্কার ধারণা দেবে সেই সঙ্গে হিমালয়ের অপার্থিব সৌন্দর্য, পাহাড়ি জনপদ, অধিবাসীদের জীবন ও সংস্কৃতি সম্পর্কে জানবার সুযোগ করে দেবে।