ঢাকাশনিবার , ১০ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

রুবেলের পাশে থাকবে বিসিবি

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ১০, ২০১৫ ১:০০ অপরাহ্ণ
Link Copied!

rubel-paponস্পোর্টস ডেস্ক : চিত্র নায়িকা হ্যাপির ধর্ষণ মামলায় এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারের চার দেয়ালে বন্দী জাতীয় দলের পেসার রুবেল হোসেন। আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ঠিক আগ মুহুর্তে জাতীয় দলের এই পেসারের জেলে যাওয়ায় বেশ দুঃশ্চিন্তাগ্রস্থ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুধু তাই নয়, বিপদের দিনে জাতীয় দলের অন্যতম সেরা এই বোলারের পাশে থাকারও ঘোষণা দিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের ৭ নম্বর সেলে আর দশজন সাধারণ কয়েদির মতোই দিন কাটছে বিশ্বকাপের দলে থাকা এই ক্রিকেটারের। শনিবার সকালে বিসিবির পরিচালক আকরাম খান নিজ উদ্বোগে রুবেলকে দেখতে গিয়েছিলেন। তবে বিকেলে (শনিবার) বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন সিঙ্গাপুর থেকে দেশে ফিরে রুবেলের পাশে থাকার ঘোষণা দেন।
সন্ধ্যা ছ’টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নেমে তিনি সাংবাদিকদের বলেন, ‘রুবেলের মামলার মেরিট দেখে বিসিবির লিগ্যাল অ্যাডভাইজারদের সাথে আলোচনা করবো এবং মামলায় সহায়তার বিষয়ে যথাসম্ভব রুবেলের পাশে থাকবে বিসিবি।’
এছাড়া তিনি বলেন, ‘কাল (রোববার) রুবেলের মামলার শুনানি রয়েছে। রুবেল যদি কাল জামিন পেয়ে যায় তাহলে কোন সমস্য নেই। যদি জামিন না পায় তাহলে মামলার বিষয়ে আরও বিস্তারিত জেনে আইনী সহায়তা করবো। আসলে রুবেল যদি দোষী না হয় তাহলে তার জামিনের জন্য চেষ্টা করা হবে। কারণ রুবেল বিশ্বকাপ স্কোয়াডে রয়েছে। দল ও দেশের জন্য রুবেলকে প্রয়োজন। বিশ্বকাপের আগে এই মুহূর্তে তার জেলে যাওয়া বিসিবির জন্য খুবই চিন্তায় বিষয়। তবে, রুবেল যদি দোষী সাব্যস্ত হয়, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। ’
এছাড়া বিসিবি প্রেসিডেন্ট বলেন, ‘আসলে তার (রুবেলের) এ বিষয়টা স্পর্শকাতর। তাই আদালতের বিষয়ে কোন কিছু বলা কঠিন। তবে তার এ বিষয়টা জাতীয় দলের জন্য খুবই দুখঃজনক।’