নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঘোষিত অবরোধ কর্মসূচি অব্যাহত রাখতে আবারো আহ্বান জানিয়েছেন দলের দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। সেই সঙ্গে চলমান কর্মসূচি সফল করতে ২০ দলীয় নেতাদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন।
রোববার দুপুরে অজ্ঞাত স্থান থেকে নির্দিষ্ট কয়েকটি টেলিভিশনের মাধ্যমে তিনি এ আহ্বান জানান।
দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই হরতার-অবরোধ বন্ধে আইনি লড়াইয়ের যে চিন্তা করছে তার সমালোচন কারে রিজভী আহমেদ বলেন, ‘তারা তো গুম-খুন বন্ধে কথা বলে নাই। মূলত সরকারের কথা তাদের মুখ দিয়ে বলানো হচ্ছে। তারা সরকারের পারপাস সার্ভ করছে।’
ইজতেমা নিয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে রিজভী বলেন, ‘যাদের মন্ত্রী তাবলীগ, জামায়াত, হজ নিয়ে কটূক্তি করে তাদের মুখে ধর্মের কথা মানায় না। তাদের জেলে জামাই আদরে রাখা হয়েছে। যেন সাড়ে সাতশ বিড়াল মেরে ইঁদুর যায় তীর্থে!’