ঢাকারবিবার , ১১ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

সুপ্রিম কোর্টে হাত বোমা, আতঙ্ক

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ১১, ২০১৫ ১১:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

high-court-2
নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের ৯ নম্বর কোর্টের ভেতরে একটি হাত বোমা পাওয়া গেছে।
রোববার দুপুর পৌনে তিনটার দিকে কোর্টের মধ্যে আইনজীবীরা হাতবোমাটি দেখতে পান। এসময় পুরো সুপ্রিম কোর্টে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হাত বোমাটি বিস্ফোরিত হয়নি।
শাহাবাগ থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারব।
জানা যায়, একটি আইনের বইয়ের মাঝে গোলাকৃতি করে কেটে মাঝখানে লাল রঙের হাতবোমাটি রাখা হয়েছিলো। বিচারপতি জিনাত আরা ও বিচারপতি মোহাম্মদ হাবিবুল গণির সমন্বয়ে কোর্টটি বসার কথা ছিলো।
সুপ্রিম কোর্ট বারের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া পুলিশ জায়গাটি ঘিরে রেখেছে, বোমা উদ্ধারে কাজ করছে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল। তবে কে বা করা বোমাটি রেখেছে তা জানা যায়নি।
বোমা নিষ্ক্রিয়করণ দলের ইনচার্জ রহমত উল্লাহ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, ‘আমরা বোমা সদৃশ বস্তুটি নিয়ে যাচ্ছি। পরীক্ষা করে দেখব।’