নিজস্ব প্রতিবেদক
জাপান প্রধানমন্ত্রী শিনজো আবের সফরকে ইতিবাচক হিসেবে দেখছে দেশের অন্যতম প্রধান দল বিএনপি। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘তাদের বিনিয়োগে এদেশের উন্নতি হবে।’
এ সফরের মধ্য দিয়ে দু’দেশের বাণিজ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সম্প্রসারিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
শনিবার সকালে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আরএ গণিকে দেখার পর সাংবাদিকদের এ কথা বলেন মির্জা ফখরুল।
সম্প্রতি আল কায়েদা নেতার বক্তব্য প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গণতন্ত্রের সব পথ রুদ্ধ হলে জঙ্গিবাদের উত্থান ঘটে। আওয়ামী লীগ জঙ্গিবাদের পরিবেশ সৃষ্টি করে।’
‘ধর্ম ভিত্তিক রাজনীতি নিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের ভুল ব্যাখা দেয়া হচ্ছে’ দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্রে সবার রাজনীতি করার অধিকার রয়েছে।’