নিজস্ব প্রতিবেদক : জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একুশে পদক প্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলামের মরদেহ আগামীকাল সোমবার মুন্সিগঞ্জের বিক্রমপুরে মায়ের কবরে দাফন করা হবে। তথ্যটি নিশ্চিত করেছে মরহুমের মেয়ে আন্নি ইসলাম।
এদিকে রোববার দুৃপুরে ল্যাব এইড হাসপাতাল থেকে চাষী নজরুল ইসলামের মরদেহ কমলাপুরের জসিম উদ্দিন সড়কের বাসায় নিয়ে যাওয়া হয়েছে। মরদেহের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে বাদ জহুর গোপীবাগ জামে মসজিদে প্রথম ও কমলাপুর ইডেন জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর লাশ নিয়ে যাওয়া হবে বারডেম হাসপাতালের হিমাগারে।
অন্যদিকে আগামীকাল সোমবার সকাল ১০টায় মরদেহ নেয়া হবে এফডিসিতে। সেখানে তৃতীয় জানাজা শেষে জাতীয় প্রেসক্লাবে তার মরদেহ নেয়া হবে। বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদে তার চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে। সবশেষ মরদেহ নেয়া হবে গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুরে। সেখানে সর্বশেষ জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে মায়ের কবরে দাফন করা হবে।
উল্লেখ্য, রোববার ভোর ৬টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চাষী নজরুল ইসলাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। শনিবার গতকাল সকাল সাড়ে ১০টার দিকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। গত ৭ জানুয়ারি শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়।
চাষী নজরুল ইসলাম ১৯৬১ সালে ফতেহ লোহানীর ‘আছিয়া’ সিনেমার সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে পদার্পন করেন। পরিচালক ওয়াহেদ-উল-হকের সঙ্গেও বেশ কিছুদিন সহকারী পরিচালক হিসেবেও কাজ করেন তিনি।