ঢাকারবিবার , ১১ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

চাষীর মৃত্যুতে খালেদার শোক

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ১১, ২০১৫ ১২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

nazrul-khaledaনিউজ ডেস্ক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলামের মৃত্যুকে গভীর শোক জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রোববার বিকেল ৫টার দিকে চেয়ারপারসনের দপ্তর থেকে পাঠানো বিবৃতি এ শোক জানানো হয়।
এর আগে সকাল ৬টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘ রোগভোগের পর মারা যান চাষী নজরুল ইসলাম।
শোকবার্তায় বিএনপি চেয়ারপারসন বলেন, ‘বাংলাদেশের স্বনামধন্য চিত্র পরিচালক চাষী নজরুল ইসলামের মৃত্যুতে দেশের চলচ্চিত্র প্রেমীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মহান স্বাধীনতা যুদ্ধভিত্তিক বিখ্যাত চলচ্চিত্র ‘ওরা এগারজন’ সহ বহু চলচ্চিত্র নির্মাণকারী চাষী নজরুল ইসলাম বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এক চির অস্তিত্ত্বমান উজ্জ্বল জ্যোতিষ্ক হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন।’
খালেদা জিয়া চাষী নজরুলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারের সদস্য, ভক্ত, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।