
ফাইল ফটো
ঝালকাঠি প্রতিনিধি : নলছিটি উপজেলায় মুক্তিযোদ্ধা ভবন ও আওয়ামী লীগ কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া একটি মাইক্রোবাসে অগ্নিসংযোগ করা হয়েছে।
রোববার ভোরে শহরের পোস্ট অফিস সড়কে উপজেলা মুক্তিযোদ্ধা ভবন এবং উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ হামলা চালায় দুর্বৃত্তরা।
আগুন দেখে রাতেই শহরের পাহারাদাররা এসে পানি ঢেলে তা নিয়ন্ত্রণ করে।
স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, ভোরে কে বা কারা উপজেলা মুক্তিযোদ্ধা ভবন ও উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে দুটি কার্যালয়ের দরজা পুড়ে যায়। ভবনের ভেতরে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।
নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার আবদুল হাকিম মোল্লা এ ঘটনাকে স্বাধীনতা বিরোধী চক্রের ষড়যন্ত্র বলে দাবি করেছেন। এ ব্যাপারে তিনি পরে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
একই রাতে শহরের বাসস্ট্যান্ড এলাকায় একটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে মাইক্রোবাসের দুটি টায়ার পুড়ে যায়। স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে,সকালে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের যুব উন্নয়ন কার্যালয়ের সামনে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। এসময় একটি বাসে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে অবরোধকারীরা পালিয়ে যায়।