ঢাকারবিবার , ১১ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

নাশকতা যতোই হোক রেল চলবে

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ১১, ২০১৫ ১২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

Rail-Minister-2নিজস্ব প্রতিবেদক : রেলপথমন্ত্রী মজিবুল হক বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা যতো রকম রেলওয়ে নাশকতা ঘটাক না কেন রেল যথা নিয়মেই চলবে। আমাদের ৩৩৪টি ট্রেন আছে সবগুলো চলাচল করছে এবং নিয়মিত চালিয়ে যাবো। নাশকতা রোধে আনসার বিডিবি, আরএমজি, জিআরপি রেলওয়ে নিরাপত্তা কর্তৃপক্ষ সতর্ক রয়েছে।’
রোববার দুপুরে রেলভবনে রেলে কর্তৃপক্ষ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন।
রেলমন্ত্রী মজিবুল হক বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের উসকানিতে যতো রকম নাশকতামূলক ঘটনা ঘটাক না কেন যাত্রীদের নিরাপত্তা ও রেল যোগাযোগ স্বাভাবিক রাখা হবে। রেল সম্পদ রক্ষার্ত্বে ৪০টি জেলায় ৫৮০টি ঝুঁকিপূর্ণ স্থানে আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী মোতায়েন করা হবে। পাশাপাশি জিআরপি, আরএমজি ও আনসারের সমন্বয়ে টিম গঠন করা হবে। এই টিমের নেতৃত্ব দেবে রেলওয়ে নিরাপত্তা কর্তৃপক্ষ। যার মাধ্যমে রেলওয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।’
রেল সচিব মনসুর আলী শিকদার, রেল মহাপরিচালক মো. আমজাদ হোসেনসহ আনসার বিডিবি মহাপরিচালক, স্বরাষ্ট্র, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।