কুষ্টিয়া প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসনের সমালোচনা করে তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার হঠকারীতা রহস্যজনক আর গোঁয়ার্তুমি অত্যন্ত রহস্যজনক।’
রোববার সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী একথা বলেন।
বিএনপি চেয়ারপারসনকে গ্রেপ্তার বা অন্তরীণ করে রাখা হয়নি জানিয়ে তথমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়াকে উসকানি দেয়া থেকে নিবৃত্ত রাখা হয়েছে। তিনি দলের নেতাদের বাদ রেখে একাই দেশবিরোধী চক্রান্ত করে যাচ্ছেন। দেশবাসী তাকে রাজনীতি থেকে বিদায় করে দেবে।’
উসকানি দেয়ার ঘটনায় খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো মামলা করা হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘মামলা প্রশাসনিক ব্যাপার। এতে সরকার নাক গলাবে না। প্রশাসন যদি মনে করে মামলা করবে তাহলে করতে পারে।’
খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের ফাঁসি ঠেকানোর চেষ্টা করছেন- এমন অভিযোগ তুলে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ইনু বলেন, ‘কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হয়েছে তা ঠেকাতে পারেনি। আরো কিছু যুদ্ধপরাধীদের ফাঁসির কার্যকর হওয়ার পথে। সেজন্য উনি (খালেদা জিয়া) তড়িঘড়ি করে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করার উদ্যোগ নিয়েছেন। যাতে বাংলাদেশে একটি অস্বাভাবিক সরকার আসে এবং এ ফাঁসি কার্যকর করা না হয়।’
তথ্যমন্ত্রী বলেন, ‘দেশবাসী হরতাল অবরোধ চায় না। এর প্রমাণ দেশবাসী খালেদা জিয়ার অবরোধ কর্মসূচি পালন না করে রাস্তায় চলাচল করছে। খালেদা জিয়ার সঙ্গে দেশবাসী নেই, এমনকি তার দলের নেতাকর্মীরাও তার সঙ্গে নেই।’
বিএনপি চেয়ারপারসন বিশ্ব ইজমেতার মুসল্লিদের কথা ভাবেন না অভিযোগ করে ইনু খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘জেএসসি ও এসএসসি শিক্ষার্থীদের পরীক্ষার ধার ধারেন না তিনি। এছাড়াও বিশ্ব ইজতেমার মুসল্লিদের কথা না ভেবে অবরোধ চালিয়েই যাচ্ছেন, অস্বাভাবিক আচরণ শুরু করেছেন।’
তথ্যমন্ত্রী নাশকতায় জড়িতদের হুমকি দিয়ে বলেন, ‘পৃথিবীতে নাশকতা অন্তর্ঘাতকে যে পদ্ধতিতে দমন করা হয় সে পদ্ধতিতেই দমন করা হবে এবং সেখানে দল দেখে মুখ দেখে আমরা তোয়াক্কা করবো না।’
ইনু হুশিয়ার উচ্চারণ করে বলেন, ‘বেগম জিয়া যতবারেরই প্রধানমন্ত্রী হোক না কেন নাশকতা অন্তর্ঘাত থেকে তার সম্পর্ক ছিন্ন না করলে উনাকেও কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে।’
এসময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়, জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিনসহ জাসদ নেতারা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী মিরপুর উপজেলায় টেলিটক থি-জির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।