নিজস্ব প্রতিবেদক : পরিবেশ ও বন সচিব নজিবুর রহমানকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার রাতে জনপ্রাসশন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।
নজিবুর রহমান ১৯৮২ সালে বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের নিয়মিত কর্মকর্তা। তার বাড়ি সুনামগঞ্জে। এর আগে তিনি পরিসংখ্যান বিভাগের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পালন করেন।
গত ৮ জানুয়ারি বিদায়ী চেয়ারম্যান গোলাম হোসেনের চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ শেষ হয়। তিনি ২০১২ সালের অক্টোবরে এনবিআরে যোগদান দেন। নির্ধারিত মেয়াদ শেষে তাকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল।