ঢাকাসোমবার , ১২ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগের সমাবেশে যুবলীগ নেতা অস্ত্রসহ আটক

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ১২, ২০১৫ ১০:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

Al.jনিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশে অস্ত্রসহ প্রবেশের সময় দুই যুবলীগ নেতাকে আটক করা হয়েছে।
সোমবার দুপুরে রমনা কালীমন্দির গেট দিয়ে তারা সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে প্রবেশের চেষ্টা করে। তখন নিরাপত্তার দায়িত্বে থাকা এসএসএফ সদস্যদের হাতে এ যুবলীগ নেতা অস্ত্রসহ আটক হয়।
এসময় তারা নিজেদের যুবলীগ নেতা বলে দাবি করেন। কিন্তু তাদের নাম ও তারা কোন এলাকার নেতা তা জানা যায়নি।
এ বিষয়ে শাহবাগ থানায় যোগাযোগ করা হলে এসআই ওয়াহিদুজ্জামান বলেন, ‘আমরা এখন পর্যন্ত এমন কোনো খবর পাইনি। এখানে নিরাপত্তার দায়িত্বে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি সংগঠন রয়েছে। অন্যদের হাতে তারা আটক হতে পারে। তবে পুলিশ এ বিষয়ে কিছুই জানে না।’