ঢাকাসোমবার , ১২ জানুয়ারি ২০১৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

রাতেও বলবৎ থাকছে কারফিউ

দৈনিক পাঞ্জেরী
জানুয়ারি ১২, ২০১৫ ১০:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

Rangaরাঙামাটি প্রতিনিধি : সোমবার বিকাল ৫ টা পর্যন্ত রাঙ্গামাটিতে জারি করা কাউফিউ প্রত্যাহার করা হয়েছে। বলবৎ রয়েছে ১৪৪ ধারা। তবে বিকাল ৫ টা থেকে মঙ্গলবার সকাল ৭ টা পর্যন্ত ফের রাঙামাটি শহরে কারফিউ বলবৎ থাকবে।
রাঙামাটি জেলা ভারপ্রাপ্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়েছেন।
সোমবার সকালে রাঙামাটি রিজিয়ন সদর দপ্তরে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক সভায় প্রশাসনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সংসদ সদস্য উষাতন তালুকদার, মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল সাব্বির আহম্মেদ, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন, ভারপ্রাপ্ত পুলিশ সুপারসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে সোমবার সকাল থেকে রাঙ্গামাটি শহরের বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনী বিজিবি, র‌্যাব ও পুলিশের টহল জোরদার করা হয়েছে। কারফিউ মেনে চলার জন্য পুলিশ ও জেলা প্রশাসন থেকে প্রতিনিয়ত মাইকিং করা হচ্ছে।
রোববার কারফিউ ভঙ করার দায়ে এ পর্যন্ত ৩৫ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাঙামাটি শহরে সব দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শহরে বিরাজ করছে থমথমে অবস্থা।
কাউফিউ চলাকালে শহরবাসীকে নিজ নিজ বাড়িঘরে অবস্থান করতে বলা হয়েছে। অলি গলিতে কোনো ব্যক্তি কিংবা তাদের প্রাপ্ত-অপ্রাপ্ত বয়স্ক সন্তানদের ঘরের বাইরে যাওয়ার নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। একই সঙ্গে আঘাত করতে সক্ষম এমন কোনো দ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে।
কাউফিউ ভঙকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে বরাদ দিয়ে শহরের মাইকিং চলছে।
এদিকে সোমবার দুপুরে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে আরেক দফা উচ্চ পর্যায়ের আরও একটি বেঠক হয়। বৈঠক শেষে ভারপ্রাপ্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান কারফিউ চলাকালে গণমাধ্যম ও জরুরি সরকারি সেবা দানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয় পত্র প্রদর্শন করে সীমিত আকারে চলাচল করতে পরবে।