ঢাকাশনিবার , ৬ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

আইএস বিরোধী অভিযানে তুরস্ক হবে নিষ্ক্রীয় সদস্য

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ৬, ২০১৪ ১১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

 

erdogan-obama {focus_keyword} আইএস বিরোধী অভিযানে তুরস্ক হবে নিষ্ক্রীয় সদস্য erdogan obama

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পরামর্শে ইসলামিক স্টেটের বিরুদ্ধে জোটবদ্ধ সংগ্রামে অনেকটাই নিষ্ক্রীয় সমর্থনের ভূমিকায় থাকবে তুরস্ক। আইএস-এর বিরুদ্ধে জোটবদ্ধ দশটি দেশের মধ্যে তুরস্কই একমাত্র মুসলিম দেশ।

কূটনৈতিক বিবেচনায় দুটি পিছুটান আছে তুরস্কের। এক, সাতটি মুসলিম দেশের সঙ্গে এদের সীমান্ত রয়েছে। দীর্ঘতম সীমান্ত রয়েছে সিরিয়ার সঙ্গে আইএস যেখানে সম্পূর্ণ নিরাপদ অবস্থানে রয়েছে।

দ্বিতীয়ত তুরস্কের ৪৫ জন কূটনীতিক আইএসএর জিম্মায় আটক রয়েছেন। ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল অধিকার করার পর আইএস তাদের আটক করে। ওয়েলসের নিউ পোর্টে অনুষ্ঠিত ন্যাটোর সম্মেলনে এ সকল বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

এ দুটি বিষয়ের ভিত্তি করে তুরস্কের তুলনামূলক নিষ্ক্রীয় অবস্থান, কিন্তু নৈতিক সমর্থন আইএস-বিরোধী জোটের জন্যে যথেষ্ট হবে বলে মন্তব্য করেছে দেশটির প্রতিনিধিরা। তুরস্কের রাষ্ট্রপতি তাইপ এরদোগান এ সিদ্ধান্তে সম্মত হয়েছেন।